চীনের বিখ্যাত চিত্রশিল্পী উ গুয়ানজং আর নেই

চীনের আধুনিক চিত্রকলার অন্যতম জনক উ গুয়ানজং শুক্রবার মধ্যরাতে বেইজিংয়ের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর অনেক চিত্রকর্ম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
উ হচ্ছেন চীনের ইতিহাসে প্রথম চিত্রশিল্পী জীবদ্দশায় যাঁর চিত্রকর্ম ব্রিটিশ জাদুঘরে স্থান পেয়েছে। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় তাঁর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। পশ্চিমা চিত্রকলার সঙ্গে দেশীয় চিত্রকলার সংযোগ ঘটিয়ে তিনি নতুন ধারার এক শিল্পের সূচনা করেছিলেন।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মৃত্যুর আগে উ তাঁর পাঁচটি বিখ্যাত শিল্পকর্ম হংকং মিউজিয়াম অব আর্টকে দান করে গেছেন।

No comments

Powered by Blogger.