আরামিটের ৬৫% লভ্যাংশ অনুমোদন

আরামিট লিমিটেড ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে বোনাস শেয়ারে ৫০ ও নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
চট্টগ্রামের একটি হোটেলে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমেদান করা হয়।
কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে পরিচালক মো. রেজাউল করিম, মো. ইফতিখার-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আরামিট লিমিটেড ২০০৯ সালে ১০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার করপূর্ব নিট মুনাফা এবং আট কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকার কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। এই মুনাফা আগের বছরের তুলনায় যথাক্রমে ১৫ দশমিক ৫২ ও ১৬ দশমিক ৮১ শতাংশ বেশি।
আলোচ্য ২০০৯ সালে কোম্পানি আমদানি শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) বাবদ জাতীয় কোষাগারে ১২ কোটি ৯৪ লাখ টাকা প্রদান করেছে।

No comments

Powered by Blogger.