দেশদ্রোহী লা ভোলপে

দুজনেরই বিশ্বকাপ ছোঁয়ার ইতিহাস আছে। ১৯৭৮ সালে অতিরিক্ত গোলরক্ষক হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন রিকার্ডো লা ভোলপে। আর ১৯৮৬ সালে অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ জিতেছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
গত বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পরই লা ভোলপে ছেড়ে দিয়েছেন মেক্সিকো কোচের চাকরি। তা না হলে গত রাতে ম্যারাডোনার মুখোমুখি হয়ে যেতে হতো তাঁকে। কিন্তু ডাগ-আউটে মুখোমুখি না হলে কী হবে, দুই আর্জেন্টাইন কথার লড়াই দিব্যি করছেন!
কাল রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের আগে লা ভোলপে আশা করছিলেন, মেক্সিকো এবার আর্জেন্টিনাকে থামাতে পারবে। আর এই কথা শুনে ভীষণ চটেছেন ম্যারাডোনা।
লা ভোলপে মেক্সিকোর চাকরি করতেন, তিনি মেক্সিকোর শুভকামনা করতেই পারেন। কিন্তু ম্যারাডোনার রাগ, সাবেক গোলরক্ষক কেন মাতৃভূমির বিপক্ষে কথা বলবেন, ‘আমি খুবই ক্ষুব্ধ হয়েছি। আরও শ্রদ্ধার সঙ্গে কথাটা বলতে পারতেন তিনি। যে দেশ আপনাকে খাইয়েছে-পরিয়েছে, তাদের বিপক্ষে যাওয়া তো ঠিক না। এটা এক ধরনের দেশদ্রোহ। তিনি সীমা অতিক্রম করেছেন। হ্যাঁ, মেক্সিকো তাঁকে পয়সাওয়ালা বানিয়েছে, তিনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকতেই পারেন। তার পরও এমন কথা বলা ঠিক না।’

No comments

Powered by Blogger.