শ্রীলঙ্কার বিশাল রানের সামনে সেই নড়বড়ে ব্যাটিং

এশিয়া কাপে শ্রীলঙ্কার ৩১২ রান তাড়া করতে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান। বাংলাদেশের তামিম ইকবাল ৫৩ বল খেলে ৫১ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ৩৪ রান এসেছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। আশরাফুল ২৯ বলে ৯ রান করে নিজেদের ব্যর্থতার ধারা অব্যাহত রেখে আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিমও আউট হয়েছেন ৬ রান করে। অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ মিলে এখন দেশের সম্মান বাঁচানোর লড়াই করে যাচ্ছেন। তবে তাঁদের দুজনের লড়াই কতক্ষণ স্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয়। সাকিব ২০ ও মাহমুদউল্লাহ ৬ রান নিয়ে উইকেটে রয়েছেন।
এর আগে ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়। উপুল থারাঙ্গা ৫৪, তিলকরত্নে দিলশান ৭১ ও কুমার সাঙ্গাকারা ৫২ রান করেন। শ্রীলঙ্কা সংগ্রহ করে ৪ উইকেটে ৩১২ রান। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন শফিউল ইসলাম তিনি ২ উইকেট নিলেও খরচ করেন ৫৯ রান। এ ছাড়া আর সব বোলারই ছিলেন দারুণ খরুচে। দলের প্রধানতম স্ট্রাইক বোলার মাশরাফি বিন মুর্তজা ৭২ রান ব্যয়ে ছিলেন উইকেট শূন্য।

No comments

Powered by Blogger.