দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে তিরস্কার করার ব্যাপারে সিউলের প্রচেষ্টার প্রতি সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের যেকোনো পদক্ষেপের জবাবে পিয়ংইয়ং সামরিক অভিযানের হুমকি দেওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল গতকাল বৃহস্পতিবার এই সমর্থনের কথা জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং হ্যানের সঙ্গে গতকাল আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন ক্যাম্পবেল। এর আগে সাংবাদিকদের তিনি জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি এখানে ছুটে এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রতি দৃঢ় সংহতি প্রকাশের জন্য। ক্যাম্পবেল বলেন, ‘এই জটিল সময়ে আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার পাশে আছি, এটা বোঝানো আমার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

No comments

Powered by Blogger.