মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। এদিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আকস্মিক ঝড় ও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। দেশ দুটির সরকারি গণমাধ্যমে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।
নিউ লাইট অব মিয়ানমার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ওই ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও অনেক মানুষ। সে দেশের রাখাইন রাজ্যের কোনো কোনো অংশ দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে ফ্রান্সের গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির ড্রাগুইনান অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ইতিমধ্যে ২০ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের তৎপরতা চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

No comments

Powered by Blogger.