কার্বন কমালেও জলবায়ু স্বাভাবিক হতে কয়েক দশক লাগবে

ব্রিটেনের একদল পরিবেশবিজ্ঞানী বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা কমিয়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার পরও বন্যা, অনাবৃষ্টিসহ বিভিন্ন দুর্যোগ থেকে রাতারাতি মুক্তি পাওয়া যাবে না। পরবর্তী কয়েক দশক এ উষ্ণতার রেশ থাকবে। এরই ধারাবাহিকতায় বন্যা, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টিসহ প্রাকৃতি দুর্যোগ অব্যাহত থাকবে। এক্সেটার শহরে অবস্থিত মেট অফিস হ্যাডলি সেন্টারের বিজ্ঞানীরা এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলেছেন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটারস-এ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ভবিষ্যতে মানুষ যদি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে সক্ষম হয়, তাহলেও পৃথিবীতে পানিচক্রের স্বাভাবিকতা ফিরে আসতে কয়েক দশক লাগবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের আধিক্যের কারণে যে পরিমাণ ক্ষতির মাত্রা ধারণা করা হচ্ছে, প্রকৃতপক্ষে সেই ক্ষতির পরিমাণ হবে আরও অনেক বেশি।
হ্যাডলি সেন্টারের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান উপদেষ্টা ভিকি পোপ বলেছেন, ‘আমরা এ কথা বলতে পারি না যে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ মাত্রা কমিয়ে আনলেই আর চিন্তার কিছু থাকবে না। নিঃসরণ পরিমিত মাত্রায় নামিয়ে আনার পরও প্রকৃতির পরিবর্তনশীল প্রবণতা অব্যাহত থাকবে।’
বিজ্ঞানী পিলি উর নেতৃত্বে একটি গবেষণা দল কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার পর পৃথিবীর পানিচক্রে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, তা কম্পিউটার মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। ওই মডেলে তাত্ত্বিকভাবে প্রমাণিত হয়েছে, নিঃসরণের মাত্রা দ্রুত নামিয়ে আনলেও পানিচক্রের স্বাভাবিকতা ফিরে আসতে কয়েক দশক লাগবে

No comments

Powered by Blogger.