আফগানিস্তানে ছয় ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানের কাবুলে গত সোমবার বিভিন্ন ঘটনায় ন্যাটো বাহিনীর ছয়জন সেনা নিহত হয়েছেন। ন্যাটোর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিবিসি অনলাইন সূত্রে জানা যায়, নিহত সেনাদের মধ্যে তিনজন মার্কিন, একজন ব্রিটিশ ও একজন ফরাসি। নিহত অপর সেনার পরিচয় জানা যায়নি।
গত দুই মাসের মধ্যে গতকালেরটিই ছিল ন্যাটো সেনাদের ওপর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।
বিবিসি আরও জানায়, দক্ষিণ আফগানিস্তানে টহল দেওয়ার সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিন মার্কিন সেনা নিহত হন বলে মার্কিন সামরিক মুখপাত্র কর্নেল ওয়েন শ্যাংকস জানান।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর হেলমান্দে বোমা নিষ্ক্রিয়কারী দলে কর্মরত তাঁদের একজন সেনা দায়িত্ব পালনের সময় বোমা বিস্ফোরণে মারা গেছেন। সেই সেনার পরিবারকে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে।
উত্তর-পূর্ব কাবুলে জঙ্গি অধ্যুষিত অ্যালেসি উপত্যকায় টহল দেওয়ার সময় জঙ্গিদের আক্রমণে ফ্রান্সের একজন সেনা নিহত ও আরেকজন আহত হন বলে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তরের সংবাদে জানা যায়।
ন্যাটো জানায়, অপর এক সেনা পূর্ব আফগানিস্তানে নিহত হয়েছেন।
এই নিয়ে আফগানিস্তানে এ বছরের প্রথম মাসেই ১৫ জন সৈন্য নিহত হলেন।

No comments

Powered by Blogger.