২০১৩ সালে ভারত প্রথম মনুষ্যবাহী নভোযান পাঠাবে

ভারত ২০১৩ সালে মহাকাশে প্রথম মনুষ্যবাহী নভোযান পাঠাবে। রাশিয়ার কাছ থেকে অধিগ্রহণ করা সয়ুজ নভোযানে করে দুই নভোচারীকে মহাকাশে পাঠাবে তারা।
নভোযান মহাকাশে পাঠানোর সব খরচ বহন করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)। এজন্য ভারতের দুই নভোচারীকে প্রশিক্ষণ দেবেন রাশিয়ার এক কমান্ডার।

No comments

Powered by Blogger.