আবার টোকাই কাবাডি

ব্যাপারটা প্রায়ই ঘটে এবং সেটা ভেবে তিনি মাঝেমধ্যে খুব আনন্দ পান। একটা অচেনা ছেলে হঠাত্ সামনে এসে সালাম দিয়ে বলল, ‘স্যার, ভালো আছেন। চিনলেন না আমাকে? ওই যে আপনাদের টোকাই কাবাডিতে খেলেছিলাম।’ তৃতীয় ওরিয়েন্ট ব্রেড টোকাই কাবাডির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ব্রেডের চেয়ারম্যান মাহবুবুজ্জামান এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন কাল।
ঢাকা কাবাডি স্টেডিয়ামে আজ থেকে আবারও শুরু হচ্ছে টোকাই কাবাডি। ঢাকা শহরের ছিন্নমূল পথশিশুদের নির্মল আনন্দের পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করা এর উদ্দেশ্য। লিগ পদ্ধতিতে দুই গ্রুপে খেলবে ধলপুর, গুলিস্তান, রহমতগঞ্জ, গোলাপবাগ, স্টেডিয়াম, শরীফবাগ, মাতুয়াইল ও আগারগাঁও টোকাই দল। ২০০৭ সালে শুরু হওয়া প্রতিযোগিতায় গত দুবারের চ্যাম্পিয়ন মিরপুর ও ধলপুর।
আগামী ১৮ জানুয়ারি ফাইনাল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে পোশাক ও অর্থ দেওয়া হবে। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেন। উপস্থিত ছিলেন ওরিয়েন্ট ফুডের চেয়ারম্যান মাহবুবুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সদস্য আমজাদ হোসেন।

No comments

Powered by Blogger.