যুক্তরাষ্ট্রে এবার কার্যালয়ে ঢুকে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাকের পর এবার অরল্যান্ডো শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার অরল্যান্ডো শহরে একটি কার্যালয়ে ঢুকে বন্দুকধারী এ ঘটনা ঘটায়। পুলিশ অবশ্য পরে বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
অরল্যান্ডো পুলিশ জানায়, জ্যাসন রড্রিগুয়েজ নামের ৪০ বছর বয়সী ওই বন্দুকধারী একসময় ওই কার্যালয়ে চাকরি করতেন। রড্রিগুয়েজ তাঁর মায়ের বাসায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে অরল্যান্ডোর পুলিশপ্রধান ভ্যাই ডেমিংস জানান।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, রড্রিগুয়েজ রেনল্ড স্মিথ অ্যান্ড হিল নামের একটি প্রকৌশল সংস্থায় কাজ করতেন। দায়িত্বে অবহেলার অভিযোগে ২০০৭ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
গতকাল শুক্রবার গ্রিনিচমান সময় বিকেল সাড়ে ৪টার দিকে রড্রিগুয়েজ সে কার্যালয়ে ঢুকে গুলি চালায়। কিংকর্তব্যবিমূঢ় অফিসকর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় রড্রিগুয়েজের গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার টেক্সাসের একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারী মেজরের গুলিতে ১৩ জন নিহত হওয়ার পরদিনই অরল্যান্ডোতে এ ঘটনা ঘটল।

No comments

Powered by Blogger.