ফিলিস্তিনে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী জানুয়ারিতে আবার নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। স্থানীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আগামী নির্বাচন স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা হামাস বলেছে, তারা গাজায় কোনো নির্বাচন হতে দেবে না। অবশ্য ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে এখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আব্বাসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বলেন, তিনি আশা করেন, ভবিষ্যতে আব্বাস যে অবস্থানেই থাকেন না কেন, তিনি তাঁর সঙ্গে কাজ করবেন।

No comments

Powered by Blogger.