মূল পরিকল্পনাকারী জঙ্গি নেতা ইশতিয়াক গ্রেপ্তার -পাকিস্তানে সেনা দপ্তরে হামলা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে এ মাসের শুরুতে ঘটা জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ লাহোর থেকে কারি ইশতিয়াক নামের ওই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করে। ইশতিয়াক পাঞ্জাব প্রদেশের তেহরিক-ই-তালেবানের নেতা। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁর আরও সাত সহযোগীকে গ্রেপ্তার করে। অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১০ অক্টোবর রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে জঙ্গিরা হামলা চালায়। দুই দিনব্যাপী ওই হামলার সময় টেলিফোনে অনুসারীদের হামলা সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেন ইশতিয়াক। ওই হামলায় আট সেনা সদস্যসহ মোট ১৯ জন নিহত হন।
পুলিশ ইশতিয়াকের কাছ থেকে চারটি কালাশনিকভ বন্দুক, ১০টি গ্রেনেড, একটি রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করেছে।

No comments

Powered by Blogger.