যুক্তরাষ্ট্র সফরের ভিসা পাচ্ছেন উত্তর কোরীয় কূটনীতিক

যুক্তরাষ্ট্র সফরের জন্য উত্তর কোরীয় একজন কূটনীতিককে ভিসা দিচ্ছে মার্কিন সরকার। তাঁর নাম রি গুন। উত্তর কোরিয়ার পরমাণু সংকট-বিষয়ক আলোচনায় পিয়ংইয়ংয়ের পক্ষের একজন মধ্যস্থতাকারী তিনি। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়ান কেলি এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, অক্টোবরের শেষভাগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ দিতে পিয়ংইয়ংয়ের কূটনীতিক রি গুন ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র দপ্তর। এ ব্যাপারে উত্তর কোরিয়ায় জাতিসংঘ মিশনের একজন মন্ত্রী কিম মিয়ং গিল বলেন, একটি নিরাপত্তা-বিষয়ক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করবেন রি।
মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, সফরের সময় তাঁর দেশের পরমাণু কর্মসূচির বিষয়ে একজন ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিকের সঙ্গে আলোচনা করবেন রি। এ ছাড়া তিনি ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিক সুং কিমের সঙ্গেও বৈঠক করতে পারেন।

No comments

Powered by Blogger.