গ্রামীণফোনের আইপিওতে সাড়ে তিন গুণের বেশি আবেদন পড়েছে

দেশের বেসরকারি খাতের বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ঘোষিত প্রাথমিক শেয়ারের (আইপিও) বিপরীতে সাড়ে তিন গুণের বেশি আবেদন জমা পড়েছে।
গ্রামীণফোন পুঁজিবাজারে ছয় কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৪০০টি প্রাথমিক শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৬০ টাকা প্রিমিয়ার ধার্য করা হয়। এর ফলে প্রাথমিক শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ৪৮৬ কোটি চার লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে গ্রামীণফোন এক ঘোষণায় বলেছে, আইপিওর জন্য মোট ১১ লাখ ২৩ হাজার ১৪০টি আবেদন করা হয়েছে, যার মূল্য এক হাজার ৭২৫ কোটি সাত লাখ টাকা।
স্থানীয় জনসাধারণ ১০ লাখ ৮৩ হাজার ৫০২টি আবেদন করেছে, যার মোট চাঁদার পরিমাণ এক হাজার ৬৫৭ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাত্ স্থানীয় জনগণ তিন দশমিক ৭৯ গুণ বেশি আবেদন করেছে। অন্যদিকে প্রবাসীদের মধ্য থেকে ৩৯ হাজার ৬৩৮টি আবেদনে ৬৭ কোটি ১০ লাখ টাকা জমা পড়েছে।
এর আগে গত ডিসেম্বরে গ্রামীণফোন প্রাক-আইপিওর মাধ্যমে ৪৮৬ কোটি সাত লাখ টাকা নেয়।

No comments

Powered by Blogger.