মার্কিন বিমানকে অবতরণে বাধ্য করল ভারত

অনুমতিসংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের একটি বিমানকে মুম্বাইয়ে অবতরণে বাধ্য করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের নির্দেশে ২০৫ জন মার্কিন মেরিন সেনাবাহী বিমানটি মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভাড়া করা মার্কিন বিমানটি সংযুক্ত আরব-আমিরাতের ফুজাইরাহ থেকে ব্যাংককে যাচ্ছিল।
বিমানবাহিনীর মুখপাত্র টি কে সিংহা বলেন, ভারতের আকাশসীমা ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় মার্কিন বিমানটিকে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য আবেদন করার সময় যাত্রীরা বিমানের ভেতরেই অবস্থান করেন।
সিংহা জানান, ‘ভারতীয় আকাশসীমা ব্যবহার করার জন্য বিদেশি বিমানগুলোকে দুই ধরনের ছাড়পত্র নিতে হয়। মার্কিন বিমানটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিলেও অন্য আরেকটি (এয়ার অপারেশন রাউটিং-এওআর) ছাড়পত্র সংগ্রহ করেনি।’

No comments

Powered by Blogger.