মহারাষ্ট্রের থানেতে ছয় দমকলকর্মীর মৃত্যু- আতশবাজি ফাটানোর জের

ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানেতে একটি বহুতল বাড়ির আগুন নেভাতে গিয়ে ছয়জন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে দীপাবলি উপলক্ষে আতশবাজি ফাটানোর জেরে ওই আগুন লাগে।
গুনথানের তারাঙ্গন আবাসিক এলাকার ‘পুনর্বসু’ হাউজিং কমপ্লেক্সের ১৪ তলায় গতকাল ভোরে আতশবাজির ফুলকি থেকে আ লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেরার পথে লিফটে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসে লিফটের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
এদিকে পটকা ফাটানোর ওপর কলকাতায় নিষেধাজ্ঞা থাকলেও শনিবার রাতে কলকাতার সর্বত্র ব্যাপক পটকা ফাটানো হয়েছে। পুলিশ শনিবার রাতেই কলকাতার বিভিন্ন স্থান থেকে পটকা ফাটানোর অভিযোগে ৮০০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন চিকিত্সকও রয়েছেন।

No comments

Powered by Blogger.