বিএমএ নির্বাচনে চট্টগ্রামে স্বাচিপের দুটি প্যানেল

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে চট্টগ্রামে স্বাচিপের দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। গত বৃহস্পতিবার শেষ দিনে ড্যাব ছাড়াও জামায়াত-সমর্থিত এনডিএফ মনোনয়নপত্র জমা দিয়েছে।
আগামী ১৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্বাচিপের বর্তমান নেতৃত্বাধীন শেখ শফিউল আজম ও নাসিরউদ্দিন মাহমুদ একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তাঁরা বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
স্বাচিপের বিদ্রোহী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম ও মিনহাজুর রহমান। সিরাজুল ইসলাম বলেন, ‘স্বাচিপের বর্তমান নেতৃত্বদানকারী নেতারা সংগঠনের সদস্যদের কোনো কাজে আসেন না। তাঁরা নিজেদের বদলি-বাণিজ্য নিয়েই ব্যস্ত। তাই আমরা পৃথক প্যানেল দিয়েছি।’
অন্যদিকে ড্যাবের গোলাম মর্তুজা হারুন ও খুরশিদ জামিল চৌধুরী প্যানেল মনোনয়ন জমা দেয়। এ কে এম ফজলুল হক ও মোহাম্মদ আবু নাসের ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন।

No comments

Powered by Blogger.