সমুদ্রের গ্যাস ব্লকের ইজারা বাতিলের দাবি

রপ্তানির সুযোগ রেখে সরকার সমুদ্রের গ্যাস ব্লকের যে ইজারা দিয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার সকালে খুলনা নগরের জিয়া হলে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির কনভেনশনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সরকার বলছে তারা গ্যাস রপ্তানি করবে না। তাহলে রপ্তানির সুযোগ রেখে মডেল পিএসসির বাস্তবায়নে সরকার মরিয়া কেন? এ বিষয়ে জাতীয় কমিটি উন্মুক্ত সংলাপ আহ্বান করলেও সরকার রাজি হয়নি। কারণ সরকার জানে, বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করে জনগণের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
বক্তারা বলেন, গ্যাস সম্পদের ওপর সরকারের শতভাগ মালিকানা নিশ্চিত করতে হবে। দেশের গ্যাস দেশেই ব্যবহার করতে হবে। কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ ও মংলা বন্দরের উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।
খুলনা বিভাগীয় এ কনভেনশনে সভাপতিত্ব করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা আহ্বায়ক শেখ মনিরুজ্জামান। বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ, সমুদ্র গবেষক নূর মোহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, সিপিবি নেতা রুহিন হোসেন, বাসদ নেতা রাজেকুজ্জামান, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আজিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ। সভা পরিচালনা করেন দেলোয়ার হোসেন ও এস এ রশীদ। সভায় ২৪ অক্টোবর জাতীয় কনভেনশন সফল করার আহ্বান জানানো হয়।

No comments

Powered by Blogger.