ঢাকায় শেলেটকের পাঁচ দিনের আবাসন মেলা আজ শুরু

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি শেলেটক্ আজ বৃহস্পতিবার থেকে শুরু করছে ‘শেলেটক্ আবাসন মেলা ২০০৯’ শীর্ষক একটি ফ্ল্যাট ও জমির মেলা।
রাজধানীর ৫৫ পশ্চিম পান্থপথে শেলেটকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ মেলায় প্রতিষ্ঠানের নির্মিত ফ্ল্যাট ও রাজধানীর অদূরে আশুলিয়ায় জমির প্রকল্প প্রদর্শন ও বিক্রি করা হবে।
মেলা উপলক্ষে গতকাল বুধবার শেলেটকের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালন বিভাগের প্রধান মো. শরীফ হোসেন ভূঁইয়া ও বিপণন বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তৌফিক সেরাজ বলেন, রিয়েল এস্টেট খাতে অপ্রদর্শিত আয় আসায় বেচাবিক্রি কিছু বাড়ছে। আগামী দিনে আরও বাড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, মেলায় শেলেটকের ১৫টি প্রকল্পের ৬০০টি অ্যাপার্টমেন্ট এবং আশুলিয়ার জমির প্রকল্পের তিন ও পাঁচ কাঠার শতাধিক প্লট প্রদর্শন করা হবে। মেলা উপলক্ষে প্রকল্পভেদে প্রতিটি ফ্ল্যাটে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং জমিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বসতি মেলাটি আগামী ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।

No comments

Powered by Blogger.