দক্ষিণ লেবাননে যুদ্ধে ইসরায়েলের ৪ সেনা নিহত
বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় হিজবুল্লাহর সদস্যরা একটি টানেল থেকে বের হয়ে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সেনারা পাল্টা গুলি চালালেও কতজন হিজবুল্লাহ সদস্য আহত হয়েছেন তা স্পষ্ট নয়। আহত ছয় সেনার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নিহত সেনাদের মধ্যে রয়েছেন- ওয়ারেন্ট অফিসার মোরডেকাই হাইম আমোইয়াল (৪২), সার্জেন্ট মেজর শমুয়েল হারারি (৩৫), মাস্টার সার্জেন্ট শ্লোমো আবিয়াদ নাইমান (৩১) এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস শুয়াভেল বেন-নাতান (২২)।
এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দক্ষিণ লেবাননের আইতা আল সাব এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এতে একজন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গাইডেড ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ট্যাঙ্কটি ধ্বংস করা হয় এবং এতে আগুন ধরে যায়। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে, যেখানে ভারী অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করা হচ্ছে।
এছাড়া, পৃথক ঘটনায় আইডিএফ জানায়, ৭ম অর্কড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের একজন অফিসার অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের হামলায় গুরুতর আহত হয়েছেন। ৫৫তম প্যারাট্রুপার্স ব্রিগেডের ৭১৫৫তম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সৈন্যও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ২২৬তম প্যারাট্রুপার্স ব্রিগেডের ৬২২৬তম ব্যাটালিয়নের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, হিজবুল্লাহ দাবি করেছে, তাদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ৭০ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। বুধবার হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ৭০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে, যদিও পূর্বের বিবৃতিতে তারা ৫৫ সেনার মৃত্যুর কথা বলেছিল। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, লেবাননে স্থল অভিযান শুরুর পর তারা প্রায় ২০ সেনা হারিয়েছে এবং উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় আরও ৩০ সেনা নিহত হয়েছে।
দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় ৪ সেনা নিহত হয়। ছবি : সংগৃহীত |
No comments