রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ বন্দি বিনিময়

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় আরও ২০৬ বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে ৩০০ বন্দি বিনিময় করেছিল কিয়েভ-মস্কো।

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাশিয়ার ১০৩ বন্দির বিনিময়ে ইউক্রেনের সমান সংখ্যক সেনাকে মুক্তি দিয়েছে তারা। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক এক্স পোস্টে বলেন, সফলতার সঙ্গে আমাদের আরও ১০৩ যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইউক্রেনের কাছ থেকে মুক্ত ১০৩ রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাদের আটক করেছিলেন। গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করেন।

ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দিরা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুদেশের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতা করে আসছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১ হাজার ৯৯৪ বন্দি বিনিময় করেছে। 

২০৬ বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ছবি : সংগৃহীত
২০৬ বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ছবি : সংগৃহীত

No comments

Powered by Blogger.