যমুনার জলে মহিষ by সোয়েল রানা
প্রথম আলো, ০২ জুলাই ২০১৯: বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্ব তেকানী গ্রাম। পাশেই যমুনা নদী। উজান থেকে
নেমে আসা ঢলের পানিতে নদী ভরপুর। নিদাঘ দুপুরে মহিষের পাল নিয়ে নদীতে
নাইতে যায় রাখালেরা। গরমে ঠান্ডা পানি পেয়ে মহিষদের আর পায় কে? গা ডুবিয়ে
বসে যায় ওরা।
মহিষের পাল নাইতে নিয়ে যাওয়া হচ্ছে যমুনায়
পানিতে নেমেই তৃপ্ত মহিষ
নিয়ে যাওয়া হচ্ছে গভীর পানিতে
দুরন্ত রাখাল বালক
দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা
পানি থেকে তুলে আনা
শরীর জুড়িয়ে ফিরে আসছে মহিষগুলো
আয়, এবার ফিরে চল
হু-র-র-র....হাট!
No comments