বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পুত্রবধূর আর্তি: ‘ভাতার টাকায় নুন আনতে পান্তা ফুরিয়ে যায়’

নোয়াখালীর কৃতী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের ছেলে বউয়ের আর্তি, ভাতার টাকায় সংসার চলে না, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। বীরশ্রেষ্ঠের একমাত্র পুত্রবধূ সওকত আলীর স্ত্রী রাবেয়া বেগম ৩রা এপ্রিল শহীদ পরিবারের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে সোনাইমুড়ীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরে স্বসুরালয়ের উঠোনে সাংবাদিকদের একথা জানান। এ সময় বীরশ্রেষ্ঠের ছোট ভাই মজিবুল হক সহ পরিবার ও বাড়ির লোকজন এবং বৃহত্তম সোনাইমুড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক আল্‌ ফয়সাল, ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন আমিনুল ইসলাম মানিক, দৈনিক ভোরের ডাক শাহজাহান আলম ভূঁইয়া, দৈনিক দেশকাল রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বীরশ্রেষ্ঠের পুত্রবধূ তার বক্তব্যে বলেন, বীর শ্রেষ্ঠদের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ৩৫ হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে এবং বীরশ্রেষ্ঠদের জন্য ঢাকায় একাটি করে বাড়ি বরাদ্দের কথা শুনেছি কিন্তু ভাড়ার টাকার মাত্র আট হাজার টাকা তিনি প্রতি তিন মাস অন্তর পেয়ে থাকেন তা দিয়ে স্বামী সংসারের যাবতীয় খরচ ও একমাত্র মেয়ে বৃষ্টি আক্তারের স্কুলের লেখাপড়ার খরচ মিলে না। তিনি বীরশ্রেষ্ঠের বোনদের কথা উল্লেখ করে বলেন, সরকারি ভাতার টাকা উত্তোলনসহ শহীদ বীরশ্রেষ্ঠের যাবতীয় ডকুমেন্টারি কাগজপত্র সবই বোনদের কাছে। তার কাছে কোনো প্রমাণাদি নেই কাউকে দেখানোর মতো। তিনি অসুস্থ স্বামীর পরিবর্তে শহীদ বীরশ্রেষ্ঠের পুত্রবধূ হিসাবে কোথাও দাওয়াত পান না। কোনো অনুষ্ঠানে তাকে যথাযথ মূল্যায়ন করা হয় না। একটা পরিচয় পত্রও নেই তার। সর্বত্র বীরশ্রেষ্ঠের বোনদের প্রাধান্য দেয়া হচ্ছে। তিনি শুনেছেন সরকারের দেয়া ঢাকার বাড়িটাও বোনদের করায়ত্তে। তাহলে আগামীদিনে বীরশ্রেষ্ঠের একমাত্র উত্তরাধিকার অসুস্থ সন্তান কীভাবে বাঁচবে? একমাত্র নাতনি বৃষ্টি কীভাবে প্রতিপালিত হবে দাদা এবং পিতার ভিটামাটিতে? তিনি আরো বলেন, বোনেরাতো নিজ স্বামী শ্বশুরালয়ে থাকবেন। এখনো পর্যন্ত নাতনি বৃষ্টিই একমাত্র বীর শ্রেষ্ঠের পৈত্রিক ভিটামাটির উত্তরাধিকার। ইতিহাসের আগামী সংরক্ষক।

No comments

Powered by Blogger.