নিখোঁজ আইনজীবীর বাড়ির পাশে ডোবায় তল্লাশি

আওয়ামী লীগ নেতা, রংপুরের বিশেষ আদালতের পিপি ও জঙ্গি মামলায় সরকার পক্ষের  প্রধান আইনজীবী অ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার নিখোঁজের ঘটনায় অচিরেই চমক দেয়া হবে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যে ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি আর কিছু বলা যাচ্ছে না। তবে আশাকরি রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে পারবো। ওদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী অ্যাড. রথীশ নিখোঁজের ঘটনায় প্রাথমিকভাবে কারো সঙ্গে ব্যক্তিগত বিরোধ, পারিবারিক বিরোধ ও দেবোত্তর সম্পত্তি বিরোধসহ ৩টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে গতকাল রংপুর র‌্যাব-১৩ দল অ্যাড. রথীশের বাবুপাড়া বাসভবন সংলগ্ন একটি ডোবা সেচ দেয়। এছাড়া আশেপাশের বাড়িঘর, দোকানপাট, ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় গুজব ছড়িয়ে পড়ে রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রথীশের ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এটিকে গুজব বলে জানান। রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল জানান, তল্লাশিকালে একটি শার্ট পাওয়া গেছে। শার্টের মধ্যে লালচে দাগ আছে। তবে সেটি রক্তমাখা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দফায় দফায় কোতোয়ালি পুলিশ, ডিবি, পিবিআই, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাড. রথীশের স্ত্রী স্নিগ্ধা ভৌমিকসহ পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এদিকে রথীশের সন্ধানের দাবিতে গতকাল রংপুর প্রেস ক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ, ক্ষত্রিয় সমিতিসহ বিভিন্ন সংগঠন। গণঅনশনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও মাহিগঞ্জ বাজারে এলাকাবাসী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রথীশ চন্দ্র ভৌমিকের সন্ধানের দাবিতে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে। সব মিলে পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত। অ্যাড. রথীশ চন্দ্রের চাচাতো ভাই রতন ভৌমিক জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৬টায় অ্যাড. রথীশ বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধসহ সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পঞ্চম দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মিলছে না। দিন যতই যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে সরকারদলীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. রথীশ চন্দ্র বাবু সোনা নিখোঁজের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কেন কোনো ক্লু বের করতে পারছে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ প্রশাসন জাপানি নাগরিক ও মাজার খাদেম হত্যা মামলার সরকারি কৌঁসুলি অ্যাড. রথীশ চন্দ্রকে নিরাপত্তা দিতে চাইলেও অ্যাড. রথীশ চন্দ্র নিজেই পুলিশের নিরাপত্তা গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি এর কারণও খোঁজা হচ্ছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, পিবিআই, র‌্যাব, গোয়েন্দা সিআইডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার রহস্য উদ্ঘাটনের বিভিন্ন টিম করে কাজ করে যাচ্ছে। এ নিখোঁজের তদন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছে প্রশাসন। যেহেতু অ্যাড. রথীশ খ্যাতিমান সম্মানিত নাগরিক, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পেশাগত জীবনে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন এবং সবগুলো দায়িত্বই উনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এই সবগুলো বিষয় মাথায় রেখেই পুলিশ নিখোঁজের রহস্য খুঁজছে। তিনি কি কারণে নিখোঁজ হয়েছেন এর পেছনে কারো হাত আছে কি-না তা তদন্তসহ পুলিশ বাহিনী সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তদন্ত করে দেখছে। এদিকে অ্যাড. রথীশের সন্ধানে উত্তেজনা থামছে না রংপুর বিভাগের সর্বত্রই। অক্ষত অবস্থায় তাকে ফিরে পেতে চলছে ব্যাপক আন্দোলন।

No comments

Powered by Blogger.