পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের শুরুতেই সহিংতার বলি ১: নির্বাচন কমিশনারকে রাজ্যপালের তলব

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের শুরুতেই রাজ্যের নানা জায়গা থেকে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিরা রাজ্যপালের কাছে সন্ত্রাসের পরিস্থিতি নিয়ে নালিশ জানিয়েছেন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংকে ডেকে পাটিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার দুপুরে রাজভবনে বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে তাদের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তবে রাজ্যপালের ভূমিকা নিরপেক্ষ নয় অভিযোগ তুলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ করেছেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানাতে চলেছে বিজেপি। গতকাল প্রার্থী বাছাইকে কেন্দ্র করে মালদহের কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা। এই মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে তিন দিনে রাজ্যের বহু জায়গায় শাসক দলের বাধার মুখে পড়তে হয়েছে বিরোধী প্রার্থীদের। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদহ, উত্তর দিনাজপুর, সর্বত্রই বিরোধীরা অভিযোগ করেছেন, তাদের প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়েছে। বহু জায়গাতেই বিরোধী প্রার্থীদের খুনের ্হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বীরভূমের বিডিও অফিসের সামনে বিজেপির জেলা সভাপতিকে ছুরি মারা হয়েছে। আজ বাঁকুড়ার ওন্দাতে সিপিআইএমে মহিলা প্রার্থীকে চুল ধরে সরকারি অফিস থেকে টেনে বের করে দেওযা হযেছে। সর্বত্রই অভিযোগ শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অবশ্য শাসক দলের গোষ্ঠী সংঘর্ষেও বহু জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। প্রার্থীদের মনোনয়নপত্র দিতে বাধা দেয়ায় বুধবার নির্বাচন কমিশনের সামনে ধরণায় বসেছেন বিজেপি নেতারা। তাদের দাবি, কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে মনোনয়ন জমা দিতে দেয়া হয়। নয়তো ফর্ম ফেরত দিতে চান তারা। এদিকে বামদলগুলিও নির্বাচন কমিশন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রার্থীদের দলবদ্ধভাবে সকলকে নিয়ে মনোনয়পত্র জমা দিতে বলেছেন্। সেই সঙ্গে তিনি বলেছেন, শাসক দলের আক্রমণ রুখতে সবাইকে একজোট হতে হবে।

No comments

Powered by Blogger.