চীন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত

তিব্বতের কাছে চীন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। সেখানকার দিবাং, দাও দেলাই ও লোহিত পার্বত্যাঞ্চলে সেনা টহল জোরদার করা হয়েছে। দোকলাম সীমান্তে উত্তেজনার পরে এই পদক্ষেপ নিলো ভারত। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, তিব্বত অঞ্চলের চীন সীমান্ত ভারত কড়া নজরদারিতে রেখেছে। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চীনের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিতভাবে এই সীমান্তে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। উল্লেখ্য, সীমান্তের এই অঞ্চলটি পর্বতবেষ্টিত। এখানে ভূ-পৃষ্ট থেকে ১৭ হাজার ফুট উচ্চতার পাহাড়ও রয়েছে। যা বেশিরভাগ সময় তুষারাবৃত থাকে। চীনের অভিযোগ, পার্বত্য এই অঞ্চলটিতে ভারত এককভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। সীমান্ত অঞ্চলে নিয়োজিত এক ভারতীয় সেনা কর্মকর্তা বলেন, দোকলামের ঘটনার পর আমাদের সকল তৎপরতা জোরদার করা হয়েছে। আমরা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত। সেনাবাহিনী দীর্ঘমেয়াদি টহল (এলআরপি) বৃদ্ধি করেছে। এতে সেনারা কয়েকটি দলে বিভক্ত হয়ে ১৫ থেকে ২০ দিন একটানা টহল দিচ্ছে। এভাবে পালাক্রমে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। এরা ভারত ও চীনের মধ্যবর্তী কার্যত সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের নিরাপত্তা নিশ্চিত করে।

No comments

Powered by Blogger.