বিক্ষোভের পর সৌদি যুবরাজের ইরাক সফরের পরিকল্পনা অস্বীকার

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের এখনই ইরাক সফরের পরিকল্পনা নেই। এ কথা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, যুবরাজ অদূর ভবিষ্যতে ইরাক সফর করবেন বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। সৌদি যুবরাজের সম্ভাব্য সফরের বিরুদ্ধে বাগদাদে ব্যাপক বিক্ষোভের পর রিয়াদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো।
সৌদি যুবরাজ খুব শিগগিরই বাগদাদ সফর করবেন বলে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তথ্য প্রকাশের পর গত শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভকারীরা বাগদাদে মিছিল বের করেন এবং বিন সালমানকে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন।
এছাড়া, সৌদি আরবকে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার সমর্থক বলে স্লোগান দেন। এসময় বিক্ষোভাকারীদের হাতে নানা ধরনের  ব্যানার ও ফেস্টুন ছিল।
ইরাকের হিজবুল্লাহ ব্রিগেড গতকালের বিক্ষোভ-মিছিলের আয়োজন করে। এ ব্রিগেড ইরাকে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। 
সম্প্রতি সৌদি যুবরাজ আমেরিকা সফরে গিয়ে বেশ কয়েকজন ইহুদিবাদী নেতার সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে তিনি এ বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরব বেশ কিছুদিন ধরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় রয়েছে। তার এ তৎপরতার কারণে মুসলমানরা ক্ষুব্ধ হয়েছেন।#

No comments

Powered by Blogger.