গাজা অবরোধের অবসান ঘটান: ইইউ

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।
এক বিবৃতিতে তিনি আজ (রোববার) বলেন, “গাজা অবরোধের অবসান ও ক্রসিং পয়েন্টগুলো সম্পূর্ণভাবে খুলে দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন তার আহ্বানের পুনরাবৃত্তি করছে তবে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিও স্বীকার করতে হবে।”
গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও বলেছেন মোগেরিনি। গত শুক্রবার ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনিদের অবস্থান কর্মসূচির ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর হামলার পর মোগরিনি এসব কথা বললেন। শুক্রবারের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ ও ১,৫০০ আহত হয়েছেন। এসব মানুষের সবাই ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র। নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন ফেডেরিকা মোগেরিনি।
১৯৪৮ সালে অবৈধ ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি ভূমি জবর দখল করে চলেছে। একাজ করতে গিয়ে তারা নিরাপত্তার নামে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।

No comments

Powered by Blogger.