পূর্ব গৌতায় সরকারি বাহিনীর হামলায় আরো ৩৪ বেসামরিক লোক নিহত

সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘাঁটি পূর্ব গৌতায় রোববার সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রহমান জানান, পূর্ব গৌতায় আসাদ বাহিনীর রকেট হামলায় ৩৪ বেসামরিক লোক নিহত হয়েছে।’
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। রহমান জানান, হামলায় গৌতার প্রধান নগরী দৌমা ও এর পূর্বাঞ্চলীয় শহরতলীতে ২৬ জন নিহত হয়েছে। সংস্থাটি জানায়, গত ১৫ দিন ধরে গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলা, গোলা বর্ষণ ও রকেট হামলায় ৬৯০ জনের বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। রোববার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, তার বাহিনী বিদ্রোহীদের কবল থেকে পূর্ব গৌতাকে অবশ্যই পুনরুদ্ধার করবে। আন্তর্জাতিক বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় রক্তপাত বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তিনি এমন ঘোষণা দিলেন।

No comments

Powered by Blogger.