ইয়েমেন পরিস্থিতির জন্য আসলে কে দায়ী?

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর হামলার কারণে ইয়েমেনে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইয়েমেন সঙ্কট সমাধানের জন্য চেষ্টা চালাতে হবে।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সহযোগিতা প্রয়োজন। ইয়েমেনে হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। ২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এর ফলে হাজার হাজার ইয়েমেনি হতাহত হয়েছেন। মওলুদ চাভুসওগ্লু কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজি সম্পর্কে বলেছেন, এসব গেরিলা সিরিয়ার ভবিষ্যতের জন্য বিপজ্জনক এবং তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, সিরিয়া সঙ্কট সমাধানের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং সিরিয়ার পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।

No comments

Powered by Blogger.