মঙ্গলগ্রহে মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিম তীর বা গাজা নয়, এবার সরাসরি মঙ্গল গ্রহের দিকে চোখ দিয়েছে ইসরাইল। তারা মঙ্গলগ্রহেও ভবিষ্যতে সফরে যেতে চায়। সফরে যাওয়া মানে মহাকাশ গবেষণায় নিজেদের আধিপত্য জানানা দেয়া। এ জন্য তারা কয়েকজন বিজ্ঞানীকে চার দিনের একটি মিশন প্রশিক্ষণ দিয়েছে। বেছে নেয়া হয় নেগেভ মরুভূমি। তার ভিতরেই ওই প্রশিক্ষণ দেয়া হয়।
মিটজপে র‌্যামন এলাকার ওই মরুভূমিটি অনেকটাই মঙ্গলগ্রহের মতো দেখতে। মঙ্গলে বসবাসের পরিবেশ কেমন হতে পারে, জীবন ধারণ কেমন হতে পারে এমন সব বিষয়ে সেখানে প্রশিক্ষণ গ্রহণ করেন ইসরাইলের ৬ বিজ্ঞানীর একটি দল। এ তথ্য জানিয়েছে ইসরাইলের বিজ্ঞান ও প্রযুুক্তি বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ওই মরুভূমির ভূপ্রকৃতি ও প্রাসঙ্গিক সব কিছুই মঙ্গলগ্রহের মতো। সেখানে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করেছেন বিজ্ঞানীরা। তারা যাচাই করে দেখেছেন সেখানকার স্যাটেলাইট যোগাযোগ। নিঃসঙ্গ অবস্থায় মানসিক প্রতিক্রিয়া কি হয়। তেজষ্ক্রিয়তার পরিমাণ কি ও তার প্রতিক্রিয়া কেমন হয়। মাটিতে জীবনের অস্তিত্ব কিভাবে খোঁজা হয়। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির পারমাণবিক পদার্থবিজ্ঞানের প্রফেসর গাউ রন বলেন, মঙ্গল গ্রহে ভবিষ্যত মিশনের ধরণ সম্পর্কে জানাই তাদের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি করাও তাদের অন্যতম উদ্দেশ্য।

No comments

Powered by Blogger.