পানি বলে অ্যাসিড খেতে দিল নার্স, রোগীর মৃত্যু

বেসরকারি হাসপাতালে ভর্তি বয়স্ক এক নারী রোগী নার্সের কাছে পানি পান করতে চেয়েছিলেন। কিন্তু পানি বলে তাকে এসিড খেতে দেয়া হয়। এতে মারা গেছেন ওই নারী। ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে রোববার এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শ্যামলী দেবী নামে ওই নারী শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।রোববার সকালে তিনি হাসপাতালের নার্সদের কাছে পানি খেতে চান। কিন্তু তাদের দেয়া পানি খাওয়ার পরই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় উপরর্যুপরি বমি। একপর্যায়ে মারা যান তিনিও। পরে পুলিশের তদন্তে জানা যায়, শ্যামলীকে পানির বদলে এসঅ্যাড দেয়া হয়েছিল। ওই নারী পানি ভেবে সেই অ্যাসিড খাওয়ার পর মারা যান। পুলিশের দাবি, ঘটনাস্থলেই মারা যাওয়ায় শ্যামলীর বক্তব্য রেকর্ড করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে হাসপাতালের গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই হাসপাতালের এক চিকিৎসক ও এক কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ

No comments

Powered by Blogger.