ইরানকে ইসরাইলের হুমকি

ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি ড্রোনের কথিত একটি অংশ দেখিয়ে এ হুমকি দেন তিনি। মিউনিক নিরাপত্তা সম্মেলনে রোববার ভাষণ দেয়ার সময়ে ঘন সবুজ রংয়ের একটি আয়তক্ষেত্র ধাতব খণ্ড দেখান নেতানিয়াহু।
তিনি একে ইরানি ড্রোনের অংশ বিশেষ বলে উল্লেখ করে দাবি করেন, গুলি করে ভূপাতিত করার করার পর ইরানি ড্রোনের এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তিনি দাবি করেন, তার ভাষায়, প্রয়োজন হলে ইরানের হয়ে যারা লড়াই করেছে কেবলমাত্র তাদের বিরুদ্ধে নয় বরং খোদ ইরানের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে ইসরাইল। ইসরাইলের ধৈর্য পরীক্ষা না করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। এক সপ্তাহের বেশি আগে ইরানের ড্রোন কথিত ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। সিরিয়ায় ইসরাইলের এফ-১৬ জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর এ দাবি করা হলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

No comments

Powered by Blogger.