তেহরানে প্রবল তুষারপাত : বিমানবন্দর ও স্কুল বন্ধ ঘোষণা

ইরানের রাজধানী তেহরানে গতরাতে প্রবল তুষারপাত হয়েছে। তীব্রতা কিছুটা কমলেও তুষারপাত থেমে নেই। গতরাত থেকে টানা তুষারপাতের কারণে শুভ্রতায় ঢেকে গেছে নগরীর অধিকাংশ এলাকা। প্রবল তুষারপাতের কারণে নগরীর দু’টি বিমানবন্দরেই বিমান ওঠানামা বন্ধ রয়েছে। সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
নগরের শিশু-কিশোরেরা মেতে উঠেছে তুষার উৎসবে। পার্কে ও বাড়ির সামনে চলছে তুষার নিয়ে নানান খেলা। কেউ কেউ তুষার দিয়ে তৈরি করছে পুতুল। কেউ আবার নানা ধরনের ঘর ও টাওয়ার। চলতি শীত মৌসুমে এর আগে তেহরানের বিভিন্ন এলাকায় তুষারপাত হলেও তা ছিল খুবই সামান্য। রাজধানী তেহরান ছাড়াও আরও ১৬টি প্রদেশে প্রবল তুষারপাত হচ্ছে। কোনো কোনো শহরে সরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, যারা গাড়ি নিয়ে বাইরে বেরুতে চান তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বরফে ঢাকা রাস্তায় চলাচলের সরঞ্জাম সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

No comments

Powered by Blogger.