ব্রাজিলে নাইটক্লাবে বন্দুক হামলা, হতাহত ২০

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় ফর্টালেজা নগরীতে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও অপর ছয় জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। ভোরে জনাকীর্ণ ‘ফোরো ডো গাগো’ নাইটক্লাবে একদল অস্ত্রধারী লোক নির্বিচারে গুলি চালায়। সেখানে তখন একটি অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গ্লোবো টিভিকে জানায়, বন্দুকধারীরা তিনটি গাড়িতে করে এসে ক্লাবের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। তারা আধাঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় ১৪ জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, মাটিতে কমপক্ষে ১২টি লাশ পড়ে আছে। এদের অধিকাংশই নারী। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা এর আগে এমন নির্মম ঘটনা দেখেনি। ‘পরিকল্পিতভাবে’ এই হামলা চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে অপরাধীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে দুটি মাদক চক্রের মধ্যে যে দ্বন্দ্ব ও বিরোধ চলছে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা- পুলিশ তা খতিয়ে দেখছে।

No comments

Powered by Blogger.