ফেনী-মাইজদী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭

ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার আমিরগাঁও নামক স্থানে গতকাল শনিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাসচালক মো: হানিফ (৬৩) ও আবুল কালাম (৪০) নামে অপর একজন যাত্রীর পরিচয় জানা গেছে। চালকের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার সাতঘরিয়ায়, আবুল কালামের বাড়ি ভোলায়। নিহত অপর পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই বাসযাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার আমিরগাঁও বাজারের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের ফরিদগঞ্জগামী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হয়েছে অন্তত ২২ জন। দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন কিনিকে প্রেরণ করে। ফেনী সদর হাসপাতালের আরএমও ডা: অসীম কুমার সাহা জানান, আহতদের মধ্যে আরো তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা সাতজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন লাশ সদর হাসপাতাল ও অপর চার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

No comments

Powered by Blogger.