ট্রাম্প একজন ভীমরতিগ্রস্ত বৃদ্ধ: উত্তর কোরিয়া

ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ভীমরতিগ্রস্ত বৃদ্ধ বলে উল্লেখ করলো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবার সিদ্ধান্তকে সমালোচনা করে উত্তর কোরিয়ার নেতা কিম জন উন বলেছেন, তিনি (ট্রামপ) একজন ভীমরতিগ্রস্ত বৃদ্ধ। তার এ সিদ্ধান্ত বেপরোয়া এবং বিদ্বেষপূর্ণ। এ খবর দিয়েছে আইবিটি ইউকে। উল্লেখ্য, পূর্বেও ট্রামপকে (ডটার্ড) ভীমরতিগ্রস্ত বৃদ্ধ হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের জেরুজালেমকে নিয়ে গ্রহণ করা সিদ্ধান্তের ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ট্রামেপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদ জানানো উচিত। এমন একক সিদ্ধান্তের মাধ্যমে ট্রামপ আন্তর্জাতিক পরিমণ্ডলের মতামতকে উপেক্ষা করেছেন। আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন বিধ্বংসী সিদ্ধান্ত মোটেই বিস্ময়কর নয়, কারণ একজন ভীমরতিগ্রস্ত বৃদ্ধ এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অরাজকতার দায় দেশটিকেই নিতে হবে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, পূর্বে তাকে বুড়ো বলাতে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে বেঁটে এবং মোটা উল্লেখ করে টুইট করেন ট্রামপ।

No comments

Powered by Blogger.