বুধবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালন করবে বিএনপি

আগামী বুধবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। চাল, ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি করপোরেশন, পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রংপুর সিটি করপোরেশন এলাকা আগামী ১৩ ডিসেম্বরের কর্মসূচির আওতার বাইরে থাকবে। এসময় দলের পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন রিজভী। বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করেন তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল খালেকসহ দলটির নির্বাহী কমিটির রংপুর বিভাগের সদস্য ও জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাবিব-উন-নবী-খান সোহেল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.