সংকেত উঠল, তবে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল। সোমবার সকাল ১০টা থেকে এই সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। তবে আজও আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন সোমবার সকালে এসব তথ্য জানিয়ে বলেন, ‘সোমবার সকাল ১০টার পর থেকে সমুদ্র বন্দরগুলোর সতর্ক সংকেত আর থাকছে না। আজও আকাশে মেঘ থাকবে। হালকা বৃষ্টি হতে পারে।’

শীত বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘বৃষ্টির সম্ভাবনা যখন একেবারে কেটে যাবে, আকাশে কোনো মেঘ থাকবে না। তখন রাতের তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং শীতের প্রকোপ বাড়বে।’

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার ভোর থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টি সোমবার গভীর রাত পযর্ন্ত অব্যাহত ছিল।

No comments

Powered by Blogger.