জেরুজালেম রক্ষায় সর্বাত্মক প্রতিরোধের ডাক ফাতাহ'র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর সারা বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুসলিম বিশ্বের পক্ষ থেকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত ইসরাইলিদের দখলকে বৈধতা দেয়ার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ফিলিস্তিনে রোববার বিক্ষোভ হয়েছে টানা চতুর্থ দিনের মতো। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেও মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে বিক্ষোভ চলছে। এর মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে সহিংসতায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী হিসেবে দাবি করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হামাসের ডাকা 'ইন্তিফাদা'র পর দেশটির ক্ষমতায় থাকা ফাতাহ দল সর্বাত্মক প্রতিরোধের ডাক দিয়েছে। স্বাধীনতাকামী এই দলের হাতে এখন ফিলিস্তিনের শাসনক্ষমতা। ফাতাহর বিবৃতি বলা হয়, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। পশ্চিম তীরের যেখানেই ইসরাইলি সেনাদের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই মোকাবিলা করতে হবে। এদিকে বৃহস্পতিবার শুরু হওয়া প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে এখন পর্যন্ত দুইজন নিহত এবং সহস্রাধিক। ইসরাইলি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.