মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস থাকছে না আজ

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে আজ সকাল থেকে ১০ঘণ্টা গ্যাস থাকছে না রাজধানীর মিরপুর এলাকায়। সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাগ গ্যাস কর্তৃপক্ষ। নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাসের শাট ডাউনের ফলে মিরপুরের আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। মিরপুর-১, ২, ৬, ৭ নম্বর এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগেও এ প্রকল্পের নির্মাণকাজের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো প্রকল্প এলাকার আশেপাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হলো।

No comments

Powered by Blogger.