দোহারে বৃদ্ধা হত্যায় নারীসহ চারজনের ফাঁসি

ঢাকার দোহারে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-  সুমন বয়াতি, ফজল ওরফে ফজল, রাজন খা, শাহনাজ বেগম। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর দোহার থানার সূতারপাড়া গ্রামে আসামিরা পূর্বপরিকপ্লিতভাবে আয়েশা বেগম নামে এক বৃদ্ধাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার গলায় থাকা সোনার গহনা ও কানের দুল নিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেন। এরপর তার বাসা থেকে দুই-তিন কিলোমিটার দূরে বৃদ্ধার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার ছেলে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

No comments

Powered by Blogger.