ভিয়েতনামে বন্যায় ২৬ জনের প্রাণহানি

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাঁচ পার্বত্য প্রদেশে আকস্মিক বন্যায় সোমবার ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন। দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল একথা জানিয়েছে। বন্যায় ২৩১টি বাড়িঘর ভেসে গেছে এবং ১৪৫টি সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগটিতে অনেক জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এবং কয়েক শ' হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে চার কোটি ১৬ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এই দুর্যোগে ২৬ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জন সন লা প্রদেশে, ছয়জন ইয়েন বাই, পাঁচজন দিয়েন বিয়েন, দু'জন লাই চাউ ও একজন ইয়েন বাই প্রদেশে বাসিন্দা। নিখোঁজ ১৫ জনের মধ্যে নয়জন ইয়েন বাই, পাঁচজন সন লা ও একজন লাই চাউয়ের বাসিন্দা।

No comments

Powered by Blogger.