মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

রাজধানীর মিরপুরে ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছেন মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকরা। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে ওই পোশাক কারখানার নয়জন শ্রমিককে ছাঁটাই করে। শ্রমিকদের না জানিয়েই আজ সকাল থেকে ৯ আগস্ট পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তাছাড়া কারাখানাটি মিরপুর থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা মিরপুর-১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।   শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী  জানান, সোমবার সকাল ১০টার দিকে গার্মেন্টসটির শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন। শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দেয়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন শাহআলী থানার পরিদর্শক (অপারেশন্স) মেহেদি হাসান। মাথায় আঘাত পান তিনি। এরপর শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।

No comments

Powered by Blogger.