কারখানায় ভূত আতঙ্কে কোরআন খতম

কারখানায় ভূত আতঙ্কে পবিত্র কোরআন খতম দেয়া হয়েছে। রোববার সকালে ১০ জন কোরআনে হাফেজকে দিয়ে ধর্মীয় এ আনুষ্ঠানিকতা করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার টি-ডিজাইন নিটওয়্যার লিমিটেডে গত দু’দিনে শ্রমিকদের মধ্যে ভূত আতঙ্কে শ্রমিক-কর্মীদের অনুরোধেই কোরআন খতম দেয়া হয়। রসায়নবিদরা বলেছেন টয়লেটে জ্ঞান হারানোর মতো গ্যাসের উপস্থিতি থাকতে পারে। শ্রমিকেরা জানায়, শনিবার বেলা ১২টার দিকে সুপারভাইজার সোহেল (৩৮) কারখানার চারতলার টয়লেটে ঢুকে বের হয়নি। প্রায় আধা ঘণ্টা পর টয়লেটের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে টয়লেটের ওপর দিয়ে একজন শ্রমিককে পাঠালে সে সুপারভাইজার সোহেলকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তাকে দেখে সে নিজেও অজ্ঞান হয়ে পড়ে। একই সময়ে একই ফ্লোরের অপর এক নারী শ্রমিক টয়লেটে অজ্ঞান হয়ে পড়ে। টয়লেটের শ্রমিকদের অজ্ঞান হওয়ার খবর নানাভাবে কারখানার বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কারখানার পরিচালক তারিকুল ইসলাম বলেন, যেসব শ্রমিক আতঙ্কিত এবং জ্ঞান হারিয়ে ফেলেছিল তারা অধিক পরিশ্রমে ক্লান্ত এবং শারীরিকভাবে অপুষ্টির শিকার। তাদেরকে কারখানার তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়েছে। ভূতের কোনো উপস্থিতি নেই।

No comments

Powered by Blogger.