ঈদের আগেই সাড়ে ৫২ হাজার টাকা পাবেন মুক্তিযোদ্ধারা

আসন্ন ঈদের আগেই প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মিলে এ অর্থ পাবেন মুক্তিযোদ্ধারা। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবদুস সালাম খান ও সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ফজলে আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.