‘চাঁদাবাজ হিজড়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

হিজড়া বা হিজড়া নামধারীদের গণউৎপাতের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে এসেছে। তারা গণপরিবহন এবং বাসা বাড়িতে উৎপাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন অভিযোগ রয়েছে। চাঁদাবাজ হিজড়াদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। শনিবার সমাজসেবা অধিদফতর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল ও খন্দকার আতিয়ার রহমান। এ সময় জানানো হয়, দেশের বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর মতো হিজড়াদের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্তরের স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের জন্য মাসে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরের জন্য ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ স্তরে এক হাজার টাকা। ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের মাসিক ভাতা ৭০০ টাকা হারে ভাতা প্রদান। এছাড়া হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃৃৃৃক্ত করে সমাজের মূল সে াতধারায় আনতে ১০ হাজার টাকা প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

No comments

Powered by Blogger.