১০ বিদ্রোহীকে খুঁজছে ভেনিজুয়েলার সরকার

ভেনিজুয়েলায় বিদ্রোহে অংশ নেয়া ১০ সন্দেহভাজনকে খুঁজছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সামরিক স্থাপনায় হামলার পর অস্ত্রসহ পালিয়ে যাওয়া ওই বিদ্রোহীদের খুঁজতে অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর বিবিসির। রোববার দেশটির উত্তর-পশ্চিম এলাকার ভ্যালেনসিয়া শহরে এই বিদ্রোহ হয়। তবে এ ঘটনাকে বিদ্রোহের পরিবর্তে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ। হামলায় ২০ জনের মতো বিদ্রোহী অংশ নেয়। বিদ্রোহের সময় ঘটনাস্থলে দুই জন নিহত, এক জন আহত ও সাত জন গ্রেফতার হয়। এসময় অস্ত্রসহ ১০ জন পালিয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিরা রাস্তায় টহল দিচ্ছে। তারা বলছে, আমরা হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে। তবে বর্তমানে ভেনিজুয়েলার অবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে প্রেসিডেন্ট মাদুরো সন্ত্রাসী হামলা দমনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি ছিল একটি সন্ত্রাসী হামলা। ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পলাতকদের খুঁজছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

No comments

Powered by Blogger.