হামাসের পাশেই থাকছে কাতার

সৌদি জোটের চলমান নিষেধাজ্ঞার মধ্যেও ফিলিস্তিনের হামাস সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গাজা পুনর্গঠনের জন্য কাতার কমিটির প্রধান মোহাম্মদ আল-এমাদি তার উপ-প্রধান খালেদ আল-হারনানসহ গাজা সফরে গিয়ে এ ঘোষণা দেন।
রবিবার আল এমাদি বলেন, ‘সঙ্কট পরিস্থিতি চলমান সত্ত্বেও আপনাদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা নতুন আরেকটি কাতারি প্রকল্প শুরু করব এখানে এবং চলমান প্রকল্পগুলোও সচল থাকবে।’
সঙ্কট নিরসনে গাজার হামাস সরকার মিশরের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টাকালে কাতারের কূটনৈতিকরা গাজা সফর করেন। শুক্রবার তারা সেখানে পৌঁছান।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষতিগ্রস্থ গাজা পুনর্গঠনের জন্য এক বিলিয়ন ডলারের অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস সমৃদ্ধ আরব দেশ কাতার।
জানুয়ারিতে কাতার গাজায় বিদ্যুৎ সঙ্কট মোকাবেলার জন্য তিন মাসের জন্য ১২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে সম্মত হয়।
সন্ত্রাসবাদকে অর্থ সহযোগিতার অভিযোগে গত মাসের শুরুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব শর্ত দেয় যে, কাতারকে হামাসের প্রতি সমর্থন বন্ধ করতে হবে।
সূত্র: আল-জাজিরা

No comments

Powered by Blogger.